ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খালেদার ৬ মামলায় হাইকোর্টে জামিন আবেদন আগামী সপ্তাহে

খোলা কাগজ প্রতিবেদক
🕐 ১০:০৮ পূর্বাহ্ণ, মে ১৯, ২০১৮

নিম্ন আদালতে বিচারাধীন ৬ মামলায় একত্রে হাইকোর্টে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন করা হবে। এ সংক্রান্ত জামিন আবেদন প্রস্তুত সম্পন্ন হলেই আগামী সপ্তাহে হাইকোর্টে দাখিল করা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে আইনজীবীরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন।

এ প্রসঙ্গে খালেদা জিয়ার আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এম. মাহবুবউদ্দিন খোকন বলেন, নিম্ন আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলায় জামিন চেয়েছিলাম। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কোনো মামলা জামিন শুনানির জন্য দীর্ঘ সময় দিয়ে তারিখ ধার্য করা হচ্ছে। যা সচরাচর অন্য মামলার ক্ষেত্রে ঘটে না।
তিনি বলেন, কুমিল্লার একটি মামলায় খালেদা জিয়াকে সহ-আসামি করা হয়েছে। এই মামলার সকল আসামি জামিনে রয়েছেন। সেই হিসেবে খালেদা জিয়াও জামিন পাওয়ার হকদার। আদালত জামিন না দিয়ে অধিকতর শুনানির জন্য দিন ধার্য রেখেছেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৩টি, ঢাকায় ২টি ও নড়াইলের ১টি মামলায় তিনি জামিনে নেই। কারামুক্তি পেতে এসব মামলায় তাকে জামিন নিতে হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বেগম খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন।

 
Electronic Paper