ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শহিদুল হত্যা মামলার রায়ে চারজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৬:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১

শহিদুল হত্যা মামলার রায়ে চারজনের যাবজ্জীবন

রাজধানীর খিলক্ষেত এলাকায় শহিদুল ইসলাম হত্যা মামলার রায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

যাবজ্জীবনপ্রাপ্তরা হচ্ছে এসএম হিরন খান, আমির হোসেন, জাকির হোসেন ও মোহাম্মদ সিরাজ।

আজ বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ইমরোজ ক্ষণিকা এ রায় ঘোষণা করেন।

রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছরের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়।

রায় ঘোষণার সময় আসামি এসএম হিরন খান, আমির হোসেন ও জাকির হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়। অপর আসামি মোহাম্মদ সিরাজ পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

২০১০ সালের ৩ জুন রাজধানীর খিলক্ষেত এলাকায় শহিদুল ইসলামকে হত্যা করা হয়। এঘটনায় খিলক্ষেত থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

 
Electronic Paper