ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাসির-তামিমাসহ ৩ জনের বিরুদ্ধে সমন জারি

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১

নাসির-তামিমাসহ ৩ জনের বিরুদ্ধে সমন জারি

ক্রিকেটার নাসির, সৌদিয়া এয়ারলাইন্সের তামিমা তাম্মি ও তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। তামিমার আগের স্বামী রাকিব হাসানের দেয়া মামলায় তাদের বিরুদ্ধে এ সমন জারি করা হয়। আগামী ৩১ অক্টোবর তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসানের তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সমন জারি করা হলো।

আগের স্বামী রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৌদিয়া এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানা তাম্মি, যা দেশের আইনে অবৈধ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে এ তথ্য উঠে এসেছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন পিবিআইয়ের কর্মকর্তা মিজানুর রহমান। এরপর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন বাদীর আইনজীবী। 

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নাসির হোসেন ও তামিমা তাম্মির বিয়ে বৈধ উপায়ে হয়নি। আগের স্বামী রাকিব হাসানের সঙ্গে তামিমার বিবাহ বিচ্ছেদের নথি জালিয়াতি করে তৈরি করা হয়েছে।

এর আগে ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা হয়। ২৪ ফেব্রুয়ারি, বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি রাকিব হাসানের সঙ্গে তামিমার তিন লাখ এক টাকা দেনমোহরে বিয়ে এবং রেজিস্ট্রি হয়। তাদের আট বছর বয়সী মেয়ে রয়েছে। তামিমা বিবাহ বিচ্ছেদ না করে নাসিরকে বিয়ে করেন। নাসির রাকিবকে ফোনে জানান যে সম্পূর্ণ বিষয়টি তিনি অবগত আছেন। রাকিবকে তালাক না দিয়ে তামিমার নাসিরকে বিয়ে করা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইনে অবৈধ। আর এ অবৈধ বিয়ে করে শারীরিক সম্পর্ক স্থাপন হচ্ছে নিকৃষ্ট ব্যভিচার।

তামিমা-নাসিরের এ কাজে রাকিব ও তার মেয়ে মানিসিকভাবে ভেঙে পড়েছেন এবং তাদের মানহানি ঘটেছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে অনেকটা ধুমধাম করে বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মি। গত ১৭ ফেব্রুয়ারি হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পরে শনিবার ২০ ফেব্রুয়ারি তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় তামিমার আগের বিয়ে নিয়ে বিতর্ক, যা মামলা পর্যন্ত গড়িয়েছে।

নিজের বিয়ে নিয়ে বিতর্ক প্রসঙ্গে ক্রিকেটার নাসির হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘আমি যা-ই করেছি লিগ্যালি করেছি।’ আর তামিমা তাম্মি সংবাদ সম্মেলনে এসে বলেছেন, ‘রাকিব হাসানের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমাদের একটা মেয়েও আছে। এসব সত্য। কিন্তু আমি তাকে অনেক আগেই তালাক দিয়েছি।’

 
Electronic Paper