ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইভানার মৃত্যু: ব্যারিস্টার স্বামীর জামিন আবেদন হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১

ইভানার মৃত্যু: ব্যারিস্টার স্বামীর জামিন আবেদন হাইকোর্টে

ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন তার স্বামী ব্যারিস্টার আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা এ আবেদন করেন।

বিষয়টি শুনানির জন্য বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের কাজলের ভার্চুয়াল বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।

১৫ সেপ্টেম্বর রাজধানীর পরীবাগ থেকে ইভানার লাশ উদ্ধার করে পুলিশ। দুটি ভবনের মাঝখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এর পর ২৫ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা করেন বাদী ইভানার বাবা এএসএম আমান উল্লাহ চৌধুরী।

এতে আসামি করা হয় আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও মুজিবুল হক মোল্লাকে।

ইভানা রাজধানীর পরীবাগে অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুল স্কলাস্টিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ছিলেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, বিয়ের পর থেকেই ইভানাকে তার স্বামী রুম্মান শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। কিছু দিন আগে ইভানা জানতে পারেন, রুম্মান ব্যারিস্টার সানজানা ইয়াসিন খানের সঙ্গে পরকীয়ায় লিপ্ত।

 
Electronic Paper