ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘অপেক্ষায় থাকেন’, ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:৫৩ অপরাহ্ণ, মার্চ ০৫, ২০২১

‘অপেক্ষায় থাকেন’, ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে মন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন কিংবা পরিবর্তন আনা হবে কি-না জানতে কিছুদিন অপেক্ষায় থাকতে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘যে বক্তব্য প্রকাশিত হচ্ছে তা ঠিক নয়। আপনারা রেকর্ড শুনেন, আমি বলেছি, অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যেই দেখবেন। যারাই সংশোধনের তথ্য প্রচার করছে তারা ভুল তথ্য দিচ্ছেন।’ শুক্রবার (৫ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর আইনমন্ত্রী স্থানীয় একটি জনসভায় বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘সরকার জনগণের পাশে সবসময়ই আছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে সরকার করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক কম। যদিও কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়।’

সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশ এখনও টিকা দিতে সক্ষম হয়নি। আমাদের সরকার জনগণের জন্য টিকার যোগান দিয়েছে। আপনারা টিকা নিন, ভালো থাকুন।’

দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা এ সরকারের পাশে আছেন ও থাকবেন। জনগণই আমাদের শক্তি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’

সেসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, পৌরমেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন প্রমুখ।

 
Electronic Paper