ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিয়োগ পেলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

নিয়োগ পেলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২৪ জানুয়ারি, রোববার (আজ) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সলিসিটর রুনা নাহিদ আকতার। ২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালনকারী মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরপর গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।

পরে ১১ অক্টোবর দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। ১৮ অক্টোবর তাদের পদত্যাগত্র গ্রহণ করা হয়। এতদিন এই দুটি পদ শূন্য ছিল।

 
Electronic Paper