ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাঈদ খোকনের বিরুদ্ধে এক মামলার আবেদন প্রত্যাহার, অন্যটি খারিজ

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

সাঈদ খোকনের বিরুদ্ধে এক মামলার আবেদন প্রত্যাহার, অন্যটি খারিজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সংস্থাটির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এর মধ্যে একটি খারিজ ও অন্য মামলাটি প্রত্যাহার করেছেন আদালত। ১৯ জানুয়ারী, মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ বাদী কাজী আনিসুর রহমানের মামলাটি খারিজ করে দেন।

এছাড়া সাঈদ খোকনের বিরুদ্ধে অপর মানহানির মামলা নেওয়ার আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী সারোয়ার আলম নিজেই তার আবেদন প্রত্যাহারের আবেদন করেন। একই আদালত এই আবেদন মঞ্জুর করেন।

সাঈদ খোকনের বিরুদ্ধে ১১ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মানহানির মামলা নেওয়ার আবেদন করেছিলেন সারোয়ার আলম ও কাজী আনিসুর রহমান।

মামলার ব্যাপারে সারোয়ার আলম বলেছিলেন, ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস সম্পর্কে ৯ জানুয়ারি সাঈদ খোকন মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা গণমাধ্যমে প্রচারিত হয়েছে। যে কারণে তিনি সংক্ষুব্ধ হয়ে সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করেছেন। তবে কোনো আদেশ দেননি।

 
Electronic Paper