ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শিক্ষিতদের ডিভোর্সের প্রবণতা বেশি

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০১, ২০২০

পরিবার ও সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলেছেন উচ্চ আদালত। হাইকোর্ট বলেছেন, ‘আমাদের দেশে অনেকাংশে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। তবে ডিভোর্সের মধ্যে শিক্ষিত লোকের সংখ্যাই বেশি, সাধারণ মানুষের মধ্যে এই প্রবণতাটা কম।’ গতকাল সোমবার এক শুনানিতে অংশ নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।

গতকাল হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ফেনীর কারাগারে ভুক্তভোগীকে বিয়ে করা ধর্ষণ মামলার আসামি জহিরুল ইসলাম জিয়া। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী। শুনানির একপর্যায়ে আদালত বলেন, “আমরা তো নানাভাবে সমালোচিত হচ্ছি। আসলে ব্যক্তিগতভাবে দুই-একটি পত্রিকার রিপোর্ট দেখে খুব অফেন্ডেড (অপরাধ বোধ) হয়েছি। যেখানে লেখা হয়েছে ‘ধর্ষকের সঙ্গে ধর্ষিতার বিয়ে’- এভাবে তো রিপোর্ট হওয়া উচিত না। আবার নারীবাদী সংগঠনগুলো বলছে এ ধরনের বিয়েতে ধর্ষকরা উৎসাহিত হবে। যে যা-ই সমালোচনা করুক, আমরা এটাকে উৎসাহিত করব।”

বিচারক বলেন, ‘প্রযুক্তির কারণে এখন সমাজে মানুষের সম্পর্ক গড়তেও সময় লাগে না, ভাঙতেও সময় লাগে না। দেখবেন আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা অনেকাংশে বেড়ে গেছে। শিক্ষিত লোকদের মধ্যে বেশি হচ্ছে বরং সাধারণ মানুষের মধ্যে এই প্রবণতাটা কম।’

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী জিয়ার জামিন প্রার্থনা করেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এমন আদেশ দেওয়া হোক যাতে ভবিষ্যতে তাদের সংসারে কোনো সমস্যার সৃষ্টি না হয়। বিয়ে নামক কথার কারণে জামিন হয়ে গেল তারপরে যাতে সংসার ভেঙে না যায়।

তখন হাইকোর্ট আরও বলেন, ‘ঘর সংসার কি কোনো কঠোরতা দিয়ে হবে। ১৫-২০ বছর সংসার করার পরও ঘর ভেঙে যাচ্ছে। শিক্ষিত লোক, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দুইজনই কোর্টে এসেছে; দেখা গেছে তাদেরও এতদিনের সংসার ভেঙে গেছে। আদেশ-নিষেধ নিয়ে কি ঘর সংসার টেকানো যাবে?

আদালত বলেন, প্রযুক্তির কারণে, ফেসবুকের কারণে এখন সমাজে মানুষের সম্পর্ক গড়তেও সময় লাগে না, ভাঙতেও সময় লাগে না। জামিনের অপব্যবহার করলে ওই নারী তো অভিযোগ আনতেই পারবে। আমরা আশা করব সংসারটা ভালোভাবে চলুক।

 
Electronic Paper