ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কারাগারে সেই বাড়িওয়ালী

নিজস্ব প্রতিবেদক
🕐 ৫:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

করোনায় উদ্ভূত পরিস্থিতিতে ভাড়া দিতে না পারায় তিন শিশুসহ দম্পতিকে বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায় গ্রেফতার বাড়িটির মালিক নূর আক্তার শম্পাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার মামলাটির তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই মো. সাইদুর রহমান তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় তার আইনজীবীরা জামিনের আবেদন করেন।

বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

করোনায় উদ্ভূত পরিস্থিতিতে বাড়ি ভাড়া বকেয়া থাকায় গত ১৯ এপ্রিল মধ্যরাতে ঝড়-বৃষ্টির সময় এক ভাড়াটিয়া দম্পতিকে তিন শিশুসহ বের করে দেন শম্পা।

পরদিন পুলিশ ও র‌্যাব বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতেও তারা রাজি না হওয়ায় তারা কলাবাগান থানায় একটি মামলা করেন।

এ ঘটনায় ২১ এপ্রিল রাত ৮টার দিকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় বাড়ির মালিক শম্পাকে।

 
Electronic Paper