ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিদেশফেরত ৩০ বিচারক হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:১৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

হোম কোয়ারেন্টাইনে আছেন ৩০ বিচারক। ১৫ মার্চ অস্ট্রেলিয়া থেকে প্রশিক্ষণ শেষে তারা দেশে ফেরেন। সেই থেকে কোয়ারেন্টাইনে আছেন তারা।

বুধবার (১৮ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য জানান। তাদের মধ্যে ১৩ জন জেলা ও দায়রা জজ।

রেজাউল করিম বলেন, দেশের বিভিন্ন আদালত থেকে ৩০ জন বিচারক ১৪ দিনের ট্রেনিংয়ে অস্ট্রেলিয়া যান। তারা ২৯ ফেব্রুয়ারি সেখানে যান। গত ১৫ মার্চ রাতে দেশে ফিরে আসেন। ফেরার পর থেকেই সবাই হোম কোয়ারেন্টাইনে।

তিনি বলেন, তাদের মধ্যে ১৩ জন জেলা জজ। বাকিরা অতিরিক্ত, যুগ্ম জেলা জজ ও সিনিয়র সহকারী জজ।

ইতোমধ্যে বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এতে মারা গেছেন আট হাজার ২৭০ জন, আক্রান্ত হয়েছেন অন্তত ২ লাখ ৪ হাজার ৭২৭।

এখন পর্যন্ত দেশে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গত সোমবার জানিয়েছেন, বিদেশ থেকে ফিরলে সরকারি কর্মকর্তাসহ যে কাউকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

 
Electronic Paper