ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাকা সিটি নির্বাচন

লেমিনেটিং পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

ঢাকা দুই সিটি কর্পোরশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রাথীরা পলিথিনে মোড়ানো পোস্টার লাগাতে পারবেন না। একইসঙ্গে লেমিনেটিং পোস্টার উৎপাদন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সিটি করপোরেশন ও নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যেসব পোস্টার লাগানো হয়েছে নির্বাচনের পর তা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সিটি নির্বাচনে লেমিনেটিং পোস্টারের ব্যবহার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সাথে পলিথিনে মোড়ানো পোস্টার লাগানো কেন বেআইনি নয়, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। নির্বাচন কমিশন (ইসি) সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে সিটি নির্বাচনে লেমিনেটিং পোস্টারের ব্যবহার নিয়ে গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন আইনজীবী মনোজ কুমার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ‌্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে আদালত প্রতিবেদনগুলো আমলে নিয়ে উক্ত আদেশ দেন।

 

 
Electronic Paper