ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রিফাত হত্যা: ২ আসামিকে জামিন দেননি হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ০৫, ২০১৯

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় রাফিউল ইসলাম রাব্বিসহ দুই আসামির জামিন দেননি হাইকোর্ট। তাদের জামিন আবেদন কার্যতালিকা (কজলিস্ট) থেকে বাদ দিয়েছেন আদালত। মামলায় জামিন না পাওয়া চার্জশিটভুক্ত ৮ নম্বর আসামি হলেন কিশোর নাজমুল হাসান। অপরজন হলেন রাফিউল ইসলাম।

জামিনের বিষয়ে হাইকোর্ট বলেন, বরগুনার রিফাত হত্যা মামলা একটি সেনসিটিভ ইস্যু (স্পর্শকারতর বিষয়), তাই আপাতত এ মামলায় জামিন আবেদন শুনতে চাচ্ছি না।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন এডভোকেট জাহাঙ্গীর কবির ও এডভোকেট মো. সগীর হোসেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি ড. মো. বশির উল্লাহ। তিনি আদালতের আদেশের বিষয়টি জানান।

এর আগে গত ৩০ অক্টোবর তারা হাইকোর্টে জামিন আবেদন করেন। বরগুনার আদালতে জামিন আবেদন নাকচ হলে হাইকোর্টে জামিন আবেদন করেন আসামী নাজমুল ও রাফিউল।

২৬ জুন প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে মামলা দায়ের করেন। গত ১ সেপ্টেম্বর বহুল আলোচিত এ মামলায় ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

 
Electronic Paper