ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধে সংসদে বিল

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:৩১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯

কোনো বেওয়ারিশ প্রাণী হত্যা করলে ছয় মাসের জেল অথবা ১০ হাজার টাকা জরিমানার বিধান রেখে নতুন একটি আইনের প্রস্তাব সংসদে তোলা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু গত রোববার ‘প্রাণিকল্যাণ বিল ২০১৯’ সংসদে উত্থাপন করেন। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী সংসদে বলেন, পশুর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধের জন্য যেসব অপরাধের বর্ণনা ও দণ্ড বিদ্যমান আইনে আছে তা বর্তমানে অনেকাংশে অপ্রতুল ও প্রয়োগযোগ্য নয়।

পরে বিলটি ৪৫ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, চলাফেরার সুযোগ না দিয়ে কুকুরকে একটানা ২৪ ঘণ্টা বেঁধে বা আটকে রাখলে তা নিষ্ঠুরতা হিসেবে গণ্য হবে। এই অপরাধের জন্য ছয় মাসের জেলের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা যাবে।

 
Electronic Paper