ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৩০০ কোটি টাকা খেলাপি ঋণ

সাবেক এমপিসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

সাবেক এমপিসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের জামানতবিহীন ৩০০ কোটি টাকার মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ ও তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ চার জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়।

রোববার (২৯ জানুয়ারি) অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। নিষেধাজ্ঞা পাওয়া বাকি দুজন হলেন- হুমাইরা করিম ও সৈয়দ মোজাফফর হোসেন।

আদালত সূত্র জানায়, ‘আই জি নেভিগেশন’ নামে অভিযুক্তরা জামানত ছাড়া বেসিক ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা ঋণ নেন। খেলাপি হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় গত বছরের ২১ নভেম্বর অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে মামলার বাদীপক্ষ। আদালত সে আবেদন মঞ্জুর করে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

বিষয়টি নিশ্চিত করে অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, অভিযুক্তরা যেন বিদেশে যেতে না পারেন সেজন্য পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহা-পরিদর্শককে ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন আদালত।

 
Electronic Paper