আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার আমীনুল
নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহা. আমীনুল ইসলাম।
বুধবার (১৯ জানুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়া।
এতে বলা হয়, প্রধান বিচারপতি মহোদয়ের সদয় অভিপ্রায় অনুযায়ী নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহা. আমীনুল ইসলামকে বর্তমান কর্মস্থল থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্টার হিসেবে বদলি করা হয়েছে।
শেখ মোহা. আমীনুল ইসলামকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
