ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফরিদপুরে সাবমারসিবল পাম্প বিতরণ

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি
🕐 ১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২

ফরিদপুরে সাবমারসিবল পাম্প বিতরণ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় পাবনার ফরিদপুরে ১৫৬টি সাবমারসিবল পাম্প বিতরণ করা হয়।

 

আজ রবিবার বেলা ১২ টার সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনে পাম্পগুলো বিতরণ করা হয়। ২০২১-২০২২ অর্থবছরে প্রতিটি ইউনিয়নে ২৬ টি করে মোট ১৫৬ টি পাম্প দেওয়া হয়। একটি করে পানির ট্যাংকসহ প্রতিটি অবকাঠামো নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে মোট ৯০ হাজার টাকা।

ঠিকাদারী প্রতিষ্ঠান স্টার্ন বিল্ডার্সের তত্ত্বাবধানে কাজগুলো করা হবে। বরাদ্দকৃত পানির পাম্পের জন্য সুফলভোগীকে মাত্র ৭ হাজার টাকার যেকোনো ব্যাংকের মাধ্যমে সরকারকে পরিশোধ করতে হবে। ফরিদপুর উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ এর তত্ত্বাবধানে মালামাল গ্রহণ করেন ৬ টি ইউনিয়ন থেকে আসা সুফলভোগীরা।

তারা জানান দীর্ঘদিন ধরে অন্যের বাড়ি থেকে পানি সরবরাহ করি। এখন থেকে তাদেরকে আর পানির জন্য কষ্ট করতে হবে না।

 
Electronic Paper