ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাগেরহাটে মাহেন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

বাগেরহাট প্রতিনিধি
🕐 ৩:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ০৯, ২০২২

বাগেরহাটে মাহেন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

বাগেরহাট জেলার ফকিরহাটে শনিবার মাঝরাতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন মাদ্রাসাছাত্র নিহত এবং দুই ছাত্র আহত হয়েছেন।

খুলনায় সন্ধ্যাকালীন ইসলামিক সম্মেলন শেষে ওই রাতে সিএনজি যোগে তারা মাদ্রাসায় ফিরছিলেন বলে পুলিশ জানায়।

মৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুল্লা আল মাহামুদ (২৫), জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের ফেরদাউস আলীর ছেলে আব্দুল গফুর (১৪) এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মালেখা গ্রামের আশরাফ আলীর ছেলে সালাউদ্দিন (১৭)। এরা সবাই বাগেরহাট সদরের হাকিমপুর কওমি মাদ্রাসার ছাত্র।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে পাঁচজন মাদ্রাসাছাত্রকে নিয়ে সিএনজিটি বাগেরহাটের হাকিমপুরে আসছিল। সিএনজিটি শ্যামবাগাত এলাকায় পৌঁছালে রাত ১২-৫ মিনিটে মোংলা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তিনজন মাদ্রাসাছাত্র নিহত এবং দুইজন আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে।

খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে এবং আহত শাকিব হাসান (১৭) এবং হুসাইন শেখকে (১৭) খুলনা মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘনকুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় বলে ওসি জানান।

 
Electronic Paper