ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাতক্ষীরায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

আ.লীগ ৯, বিদ্রোহী ৪, জামায়াত ২, বিএনপি ১

সাতক্ষীরা প্রতিনিধি
🕐 ৯:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ০৫, ২০২২

সাতক্ষীরায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

বেসরকারি ফলাফলে সাতক্ষীরার তিনটি উপজেলার ১৬টি ইউনিয়নে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন, আশাশুনি উপজেলার দরগাহ্পুরে শেখ মিরাজ আলী(আ.লীগ), কাদাকাটি ইউনিয়নে দীপঙ্কর কুমার সরকার(আ.লীগ), খাজরা ইউনিয়নে শাহনেওয়াজ ডালিম(আ.লীগ), বুধহাটায় মাহবুবুল হক(আ.লীগ), আশাশুনি সদরে এসএম হোসেনুজ্জামান(আ.লীগ), শ্রীউলা ইউনিয়নে দীপঙ্কর বাছাড়(বিদ্রোহী), বড়দলে জগদীশ চন্দ্র সানা(বিদ্রোহী), কুল্যায় ওমর সাকি ফেরদৌস (বিদ্রোহী), আনুলিয়ায় রুহুল কুদ্দুস (বিএনপি), শোভনালীতে আবু বকর সিদ্দিক(জামায়াত), প্রতাপনগরে আবু দাউদ ঢালী(জামায়াত)।

অপরদিকে শ্যামনগর সদর ইউনিয়নে এ্যাড. জহুরুল হায়দর (আ.লীগ), ঈশ্বরীপুরে জিএম শোকর আলী(আ.লীগ) এবং ভুরুলিয়া ইউনিয়নে অধ্যক্ষ জাফরুল আলম(আ.লীগ)।

অন্যদিকে কলারোয়ার কেরালকাতা ইউপিতে সম মোর্শেদ (আ.লীগ) ও কুশোডাঙা ইউপিতে সাঈদ আলী গাজী(বিদ্রোহী) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

 
Electronic Paper