ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হঠাৎ কেন্দ্র পরিবর্তন বিপাকে শিক্ষার্থীরা

নড়াইল প্রতিনিধি
🕐 ১০:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এবং লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে হঠাৎ কেন্দ্র পরিবর্তনে বিপাকে পড়েছে পরীক্ষার্থীরা। এখন তাদের পরীক্ষা দিতে যেতে হবে যশোরে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নড়াইলে অনার্স চতুর্থ বর্ষ (বিশেষ) পরীক্ষার্থীদের। নড়াইল সরকারি মহিলা কলেজে কেন্দ্র ছিল এ বছর পরিবর্তন করে যশোর সরকারি মহিলা কলেজে কেন্দ্র করা হয়েছে।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী নাজমা আক্তার বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার কয়েকদিন আগে হঠাৎ করে কেন্দ্র পরিবর্তন আমরা বিপদে পড়ছি। আমাদের দুপুর ১টা থেকে ৫টা পর্যন্তু পরীক্ষা হবে। এরপর যশোর থেকে ফিরে আসতে অনেক রাত হয়ে যাবে। এতে আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি। অবিলম্বে এমন সিদ্ধান্ত বাতিল করে নড়াইল সরকারি মহিলা কলেজে পরীক্ষা নেওয়ার দাবি জানান তিনি।

শিক্ষার্থী ডালিয়া পারভীন জানান, প্রতিবছর নড়াইল জেলার সব পরীক্ষার্থীদের নড়াইলের মহিলা কলেজে কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হত। চলতি বছর হঠাৎ করে কেন্দ্র পরিবর্তন করে যশোর জেলার মহিলা কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিন্ধান্ত নেওয়া হয়েছে। এতে আমরা বিপাকে পড়ছি।

শিক্ষার্থী ফয়সাল জানান, নড়াইল থেকে যশোর যেতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। যশোর গিয়ে পরীক্ষা দিতে হলে তাদের অনেক সমস্যা হবে। নড়াইলের যে কোনো কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দাবি জানান তিনি।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম জানান, আগামী ২৮ অক্টোবর থেকে পরীক্ষা শুরু যাচ্ছে। প্রতিবছর নড়াইলে পরীক্ষা হলেও এ বছর পরীক্ষা যশোরে অনুষ্ঠিত হবে। আগামীতে নিজ নিজ জেলাতে পরীক্ষা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

 

 
Electronic Paper