ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি

কেশবপুর (যশোর) প্রতিনিধি
🕐 ৯:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮

যশোরের কেশবপুরে চিন্হিত মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামি রুহুল আমীনকে গ্রেপ্তার দাবিতে গত বৃহস্পতিবার মজিদপুর গ্রামের অতিষ্ঠ অর্ধশত লোকের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মজিদপুর গ্রামের রুহুল আমীন বিশ্বাস যুগ যুগ ধরে গাঁজা, হেরোইন ও ইয়াবার ব্যবসা করে আসছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামের সুশীল সমাজ এক সময় তার বাড়িঘর ভাঙচুরসহ একাধিকবার পুলিশে দেয়। এরপরও তার মাদক ব্যবসা বন্ধ না হওয়ায় গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে কেশবপুরের সাবেক ইউএনও খান মো. নূরুল আমীন মজিদপুর পশ্চিমপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষে মাদক ব্যবসায়ী রুহুল আমীনকে তওবা পড়ায় এবং সে অঙ্গীকার করে আর কোনোদিন মাদক বিক্রি করবে না। কিন্তু বর্তমানে সে কৌশল পরিবর্তন করে গরু ব্যবসার নামে বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবা বিক্রি করছে।

পুলিশ মাঝে মধ্যে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলেও সে বেরিয়ে এসে আবার পুরোদমে ব্যবসা চালিয়ে যায়। তার বাড়িতে প্রতিদিন নতুন নতুন মাদকসেবীর আগমনে সাধারণ মানুষের মাঝে ভীতির সঞ্চার হয়েছে। ফলে এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এ কারণে গ্রামবাসী তাদের সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে রুহুল আমীন ও তার সহযোগীর গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এলাকাবাসীর অভিযোগটি পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেশবপুর থানার ওসিকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

 
Electronic Paper