ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মৌয়াল আহত

সাতক্ষীরা প্রতিনিধি
🕐 ১১:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মৌয়াল আহত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মো. রবিউল ইসলাম (২০) নামের এক মৌয়াল যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সকালে পশ্চিম সুন্দরবনের হলদিবুনিয়া এলাকার আমড়াতলি খালে এ ঘটনা ঘটে।

আহত মো. রবিউল ইসলাম শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের হালিম শেখের ছেলে।

আহত রবিউলের সঙ্গিরা জানান, গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনি ক্যাম্প থেকে মধুর পাস নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান তারা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে সুন্দরবনের আমড়াতলি খাল এলাকায় মধু সংগ্রহের সময় হঠাৎ একটি বাঘ রবিউলের ওপর আক্রমণ করে বনে টেনে নিয়ে যায়। এ সময় আমরা সবাই জড়ো হয়ে হাঁকডাক করলে বাঘ রবিউলকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে বনের এক কিলোমিটার ভেতরে তাকে জীবিত পাওয়া যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে লোকালয়ে আনা হচ্ছে।

বুধবার (১৪ এপ্রিল) রবিউলের পরিবারের সদস্যরা জানান, খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে হরিনগর এলাকায় অপেক্ষা করছেন। তাকে নিয়ে আসা মাত্র হাসপাতালে নেয়া হবে।

বন বিভাগের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা মো. সুলতান আহমেদ বলেন, বিষয়টি শুনেছি, তাকে উদ্ধার করে লোকালয়ে আনা হচ্ছে। তাকে নিয়ে আসার পর বিস্তারিত বলতে পারব।

 
Electronic Paper