ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চিতলমারীতে আগুনে তিনটি ঘর ভস্মীভূত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
🕐 ৭:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১

চিতলমারীতে আগুনে তিনটি ঘর ভস্মীভূত

বাগেরহাটের চিতলমারীর খাসেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বাগেরহাট ও টুঙ্গিপাড়ার দুটি ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা স্থানীয়দের সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে তদারকি করেন।

স্থানীয় ইউপি সদস্য পলাশ মন্ডল জানান, অগ্নিকণ্ডে বিকাশ বড়াল, শেফালী মন্ডল দুইভাই বিকাশ ও কিশোর মন্ডলের তিনটি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে য়ায়। ভুক্তভোগী ব্যবসায়ী বিকাশ বড়াল জানান, তার ১০ লক্ষাধিক টাকার মালামালসহ নগদ তিন লক্ষ টাকা, জমির দলিলপত্র ও ন্যাশনাল আইডি কার্ডসহ যাবতীয় দরকারি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম জানান, আমি অগ্নিকাণ্ডের খবর শুনেই ঘটনাস্থলে গিয়ে উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের সঙ্গে মিলে আগুন নেভানোর কাজে তদারকি করি। শীঘ্রই ক্ষতিগ্রস্তদের ত্রাণ তহবিল থেকে প্রয়োজনীয় সাহায্য প্রদানের ব্যবস্থা করা হবে।

 

 
Electronic Paper