ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাগেরহাট পৌর নির্বাচন

বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি
🕐 ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১

বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বাগেরহাট পৌরসভা নির্বাচনে প্রচার মাইক ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের মারধর করে লাঞ্ছিত করার অভিযোগ করেছে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

পরে আ. লীগের মনোনীত প্রার্থীর পক্ষ্যে পাল্টা সংবাদ সম্মেলনে সকল অভিযোগ অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু।

লিখিত বক্তব্যে শৈবাল বলেন, বাগেরহাট পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে আমি ও আমার পরিবার আজ অসহায় হয়ে পড়েছি। কেউ আমার সঙ্গে দেখা বা কথা বললে তাদের হুমকি-ধামকিসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। দলীয় নেতাকর্মীদের নিয়ে গত ৩ ফেব্রুয়ারি আমি নির্বাচনী প্রচারণায় শহরের কেবি এলাকায় গেলে শ্রমিকলীগের নেতাকর্মীরা আমাদের ওপর চড়াও হয়। আমার সঙ্গে থাকা নেতাকর্মীদের মারধর করা হয়।

অপরদিকে সকল অভিযোগ অস্বীকার করে কামরুজ্জামান টুকু বলেন, বাগেরহাট পৌরসভায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। নির্বাচনে বিএনপির প্রার্থীর ভরাডুবি হবে বুঝতে পেরে তারা অপপ্রচারের আশ্রয় নিচ্ছেন।

 

 
Electronic Paper