ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মেহেরপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি
🕐 ৮:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮

মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা মিজানুর রহমান রিপন হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে রাশিদুল ইসলাম ওরফে আকালি ও আব্দুল হালিম ওরফে জাহাঙ্গীরকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দু'জন— লাল্টু মিয়া ও মাসুদ রানা পলাতক।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার সময় সন্ত্রাসীদের বোমা হামলায় গুরুতর আহত হন পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেলারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই ঘটনায় গুরুতর আহত হয় দোকানের কর্মচারী নয়ন, মিলন ও ক্রেতা নুরুল ইসলাম। চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল মারা যান রিপন। এ ঘটনায় রিপনের বাবা আব্দুল হালিম সদর থানায় একটি হত্যা ও বোমা হামলার দু'টি মামলা করেন। মামলায় ২০১২ সালের ৩ মার্চ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বিপুলসহ পাঁচজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর। পরে ২০১৪ সালে পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বিপুল দৃর্বত্তদের গুলিতে নিহত হলে আসামির তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়।
মামলায় ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আদালত রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী শহিদুল হক।

 
Electronic Paper