খালেদুর রহমান টিটো আর নেই
যশোর প্রতিনিধি ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য খালেদুর রহমান টিটো (৭৬) আর নেই। আজ দুপুর ১টা ২০ মিনিটে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন জানান, খালেদুর রহমান টিটোর মরদেহ বেলা ৩টার দিকে ষষ্ঠিতলাপাড়ায় তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতের মেজ ছেলে অ্যাডভোকেট খালিদ হাসান জিউস জানান, ফুসফুসে ইনফেকশনজনিত কারণে তিনদিন আগে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
তিনি তিন ছেলে, অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।