ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যার চেষ্টা

যশোর প্রতিনিধি
🕐 ৩:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যার চেষ্টা

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) বন্দি এক কিশোর ডিটারজেন্ট পাউডার খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। গত শনিবার দুপুরে ঘটনার পরপরই তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

ফারদিন দুর্জয় (১৬) নামের ওই কিশোর হত্যা মামলার আসামি। মাসখানেক আগে সেসহ চারজন কেন্দ্রের টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছিল। সে জেলা শহরের পুরাতন কসবা বিবি রোড এলাকার ফারুক হোসেন সিরুর ছেলে। একটি হত্যা মামলায় সে গত বছরের ৩০ জুলাই থেকে শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে।

শিশু উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কেন্দ্রের বন্দিদের কাপড় ধোয়ার জন্যে ব্যবহৃত ডিটারজেন্ট পাউডার সকলের অগোচরে দুর্জয় খায়। এরপর পরই সে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, অসুস্থ হওয়ার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। সুস্থ হয়ে ফেরার পর জানা যাবে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম বলেন, হতাশার কারণে ওই কিশোর আত্মহত্যার জন্যে এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 
Electronic Paper