ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুষ্টিয়ায় ভরা মৌসুমে ইউরিয়া সারের সংকট

কুষ্টিয়া প্রতিনিধি
🕐 ২:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৮

কুষ্টিয়ায় আমনের ভরা মৌসুমে ইউরিয়া সারের সংকট দেখা দিয়েছে। সংকটকে কাজে লাগিয়ে ডিলার ও ব্যবসায়ীরা কেজিতে ৪ টাকা বাড়িয়ে ১৫ টাকার সার বিক্রি করছে ১৯ টাকায়। বিশেষ করে চায়না ও কাতার থেকে আমদানি করা ছোট দানার ইউরিয়া সারের মান ভালো থাকায় কৃষকরা ওই সারের জন্য ছুটছেন স্থানীয় ডিলারদের কাছে। ডিলারদের কাছে সার না পেয়ে তারা হাট-বাজারের দোকান থেকে চড়া দামে সার কিনতে বাধ্য হচ্ছেন।

সরেজমিন কুষ্টিয়া সদর উপজেলার জগতি ও মিরপুর উপজেলার চিথলিয়া ও ধুবইল গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলে সার সংকটের সত্যতা মিলেছে। তবে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, জেলায় সারের কোন সংকট নেই। আর ডিলারদের বক্তব্য, চাহিদা মতো সারের বরাদ্দ থাকলেও কৃষকদের চাহিদার চায়না ও কাতার থেকে আমদানি করা ছোট দানার ইউরিয়া। কুষ্টিয়ার ডিলারদের মাঝে সরবরাহ করা হচ্ছে না। এর কারণে ওই সব সারের দাম বেড়ে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার ৬ উপজেলায় বিসিআইসির ৮২জন ডিলার নিয়োগ রয়েছে। এ সকল সার ডিলাররা কৃষকদের মাঝে ইউরিয়া সার সরবরাহ করে থাকেন। বিসিআইসি থেকে কুষ্টিয়া জেলায় জুলাই মাসে ৩ হাজার ৭৫৩ মেট্রিক টন, আগস্ট মাসে ৪ হাজার ৭৯৬ মেট্রিক এবং চলতি সেপ্টেম্বর মাসে ৪ হাজার ৪৯৩ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ দিয়েছে।
কৃষকরা জানান, কাতার ও চায়না থেকে আমদানি করা ছোট দানার ইউরিয়া সারের মান অনেক ভালো। যে কারণে চাষিরা ওই সার জমিতে ব্যবহারে বেশি আগ্রহী। আর সেই সুযোগটি নিচ্ছে ডিলার ও ব্যবসায়ীরা। কৃষকরা আরও জানান, টাকা বেশি দিলে লাল বস্তার ইউরিয়া সার পাওয়া যায়। তবে তা চাহিদার তুলনায় কম। বাড়তি টাকা না দিলে সে সারও পাওয়া যায় না।
জেলা বিএফএ-এর সভাপতি জসিম উদ্দিন বলেন, সারের পর্যাপ্ত বরাদ্দ আছে। গুদামে সার মজুদ আছে। জেলায় সারের কোনো সংকট নাই। ডিলারদের বেশি দামে সার বিক্রির কোনো সুযোগ নেই। যদি কোনো ডিলার বেশি দামে সার বিক্রি করে থাকে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া সদর কৃষি কর্মকর্তা সেলিম হোসেন বলেন, সারের কোনো সংকট নাই। সব ডিলারের ঘরে সার মজুদ আছে। তবে এ অঞ্চলের কৃষকদের মাঝে ছোট দানার ইউরিয়া সারের চাহিদা বেশি। আর বিসিআইসি থেকে ওই সারের বরাদ্দ কম। সেক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছে। আমরা চাষিদের বুঝাতে চেষ্টা করছি ছোট দানার সারের থেকে বড় দানার সারের মান অনেক ভালো।

 
Electronic Paper