ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভবদহে টিআরএম চালুর দাবিতে দুর্গতদের অবস্থান কর্মসূচি

যশোর প্রতিনিধি 
🕐 ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ০১, ২০২০

যশোরের ভবদহ জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে জোয়ারাধার (টাইডাল রিভার ম্যানেজমেন্ট-টিআরএম) চালুর দাবিতে ১ নভেম্বর, রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে দুর্গত এলাকার নারী-পুরুষ। 

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি চলাকালে বক্তৃতাকালে নেতৃবৃন্দ বলেন, ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে টিআরএম এর বিকল্প নেই। কিন্তু এ অঞ্চলের লাখ লাখ মানুষকে জিম্মি করে এবং তাদের দুর্দশাকে পূঁজি করে লুটপাট চালাতে ৮০০ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। যে প্রকল্পে বিশেষজ্ঞ ও স্থানীয় জনমতকে উপেক্ষা করা হয়েছে।

বক্তারা বলেন, অতিদ্রুত জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়ন করা না হলে দুর্গত এলাকার মানুষ আত্মাহুতি দেবে।

বক্তব্য রাখেন ইকবাল কবির জাহিদ, রণজিৎ বাওয়ালী, আব্দুল হামিদ গাজী, সুকৃতি রায়, কার্তিক বকসি, ইলিয়াস হোসেন, শেখর চন্দ্র বিশ্বাস, শিরিন সুলতানা সোহেলী প্রমুখ।

অবস্থান কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান স্মারকলিপি প্রহন শেষে আন্দোলনরতদের উদ্দেশ্যে বলেন, তিনি যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবেন।

 

 
Electronic Paper