ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মানুষের পাশে থাকব : শাহীন চাকলাদার

যশোর প্রতিনিধি
🕐 ৪:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ০১, ২০২০

যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেছেন, আগুন সন্ত্রাস মোকাবেলায় আমি কোনো দলমত দেখি নাই। জনগণকে সঙ্গে নিয়ে আগুন সন্ত্রাস মোকাবেলা করেছি। যশোরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। সেটি প্রমাণ করেছেন আপনারা। ১ নভেম্বর, শনিবার বিকালে শহরের টাউন হল ময়দানে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। নাগরিক কমিটির ব্যানারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আবেগআপ্লুত এমপি শাহীন চাকলাদার বলেন, যশোর আমার জন্মভূমি। মাটির মানুষ হিসেবে যশোরবাসীর কাছে আমার জবাবদিহিতা আছে, দায়বদ্ধতাও আছে। সেই দায়বদ্ধতায় জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মানুষের পাশে থাকব।

তিনি আরও বলেন, নাগরিক সমাজের এই সংবর্ধনা আমাকে ঋণী করল। আমৃত্যু আমি তৃণমূলের মানুষের পাশে থাকব। যশোরের উন্নয়নে কাজ করব।

নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সুলতান আহমেদে সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) যশোরের সভাপতি একেএম কামরুল ইসলাম বেনু, জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি সাকের আলী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম দুলু, জেলা পূজা পরিষদের সভাপতি অসীম কুন্ডু, জেলা মহিলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক সায়েদা বানু শিল্পী, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী শহিদুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ।

উল্লেখ্য শাহীন চাকলাদার তিন মেয়াদে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সদর উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। সর্বশেষ যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

 

 
Electronic Paper