ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৬

ঝিনাইদহ প্রতিনিধি
🕐 ৮:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পাঁচজনকে আটক করেছে বিজিবি। তারা ঝিনাইদহের মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত এলাকা দিয়ে দেশ ছাড়তে চেয়েছিল। এ সময় আটক হয়েছে এক দালালও।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সীমান্তের ৬০/১০৭ আর পিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান এ কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতে এনআরসির কারণে গত বছর যারা বাংলাদেশে এসেছিল তারাই এখন আবার চেষ্টা করছে ফিরে যেতে। তবে এ অনুপ্রবেশের চেষ্টার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।

আটক দালাল আব্দুল কাদের (৫৫) উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত বাদশা মন্ডলের ছেলে। পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে সবাইকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 
Electronic Paper