ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যবিপ্রবির ল্যাবে আরও ৫৯ জনের করোনা শনাক্ত

যবিপ্রবি প্রতিনিধি
🕐 ৫:১৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরও ৫৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে করোনা টেস্টের ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার বলেন, যশোরে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের, মাগুরায় ৩২ জনের নমুনা পরীক্ষা করে চারজনের, বাগেরহাটে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের ও সাতক্ষীরায় ৩১ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা পজিটিভ ও ২২০ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

 
Electronic Paper