ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুষ্টিয়ায় নকল সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
🕐 ৯:৫০ অপরাহ্ণ, জুলাই ০৯, ২০২০

কুষ্টিয়ায় নকল হ্যান্ডস্যানিটাইজার ও স্যাভলন সংরক্ষণ এবং বিক্রয়ের দায়ে এক ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে কুষ্টিয়া শহরতলীর উপজেলা মোড়ে ফাতেমা ফার্মেসিতে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত। তাকে সহায়তা করেন ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত জানান, কুষ্টিয়া সদর উপজেলা মোড়ে অবস্থিত একটি ফার্মেসিতে নকল হ্যান্ড স্যানিটাইজার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, বিপুল পরিমাণে ফিজিশিয়ান স্যাম্পল ও অনুমোদনহীন ভারতীয় ঔষধ বিক্রয়ের উদ্দেশ্য রাখার অপরাধে ঔষধ আইন, ১৯৪০ এর ১৮ নং ধারা এর (ক) এবং (গ) নং অনুচ্ছেদ লঙ্ঘন করায় উক্ত আইনের (২৭) ধারা মোতাবেক মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে নকল হ্যান্ডস্যানিটাইজার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অনুমোদনহীন ভারতীয় ঔষধ জব্দ করা হয়েছ।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 
Electronic Paper