ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাগেরহাটে ১৮ বস্তা সরকারি চালসহ দোকানি আটক

বাগেটহাট প্রতিনিধি
🕐 ৫:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ০৪, ২০২০

বাগেরহাটে পাচারের উদ্দেশে রাখা ১৮ বস্তা সরকারি চালসহ লিটন মুন্সি নামে এক দোকানিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টার দিকে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন উপজেলার তাফালবাড়ি বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন। এবং দোকানে থাকা লিটন মুন্সিকে আটকের নির্দেশ দেন।

ইউএনও সরদার মোস্তফা শাহিন বলেন, মার্চের শেষের দিকে ডিলার তারিকুল ইসলাম তারেক ১০ টাকা মূল্যের চাল বিক্রি না করে ৩০ কেজি ওজনের ১৮ বস্তা চাল অধিক লাভের আশায় তাফালবাড়ি বাজারের লিটনের দোকানে মজুদ রাখেন। এখবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ওই সরকারি চালসহ ব্যবসায়ী লিটন মুন্সিকে আটক করি। আটক লিটন মুন্সি উপজেলার রায়েন্দা গ্রামের মজিদ মুন্সির ছেলে।

শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আবু সাইদ বলেন, সরকারি চাল জব্দ ও একজনকে আটকের ঘটনায় উপজেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে এক কর্মকর্তা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত ডিলার তারিকুল ইসলাম তারেককে গ্রেফতারের চেষ্টা চলছে। ডিলার তারেক শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের ছোট ভাই।

 
Electronic Paper