ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুষ্টিয়ায় সাতমাসের শিশু আইসোলেশনে, বাড়ি লকডাউন

কুষ্টিয়া প্রতিনিধি
🕐 ৭:০১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে সাতমাস বয়সের এক শিশুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, ২৩ মার্চ শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। ওই সময় তার জ্বর, ঠাণ্ডা, কাশি ছিল।

ওই দিনই পরিবারের সদস্যরা জানান, তাদের কেউ বিদেশে থেকে আসেননি বা প্রবাসী কারও সংস্পর্শে কেউ যাননি। ওই শিশুটিকে শিশু ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তার অবস্থা গতকাল বৃহস্পতিবার অবনতির দিকে যায়। তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে।

তারা নমুনা সংগ্রহ করবে। সকালে চিকিৎসকেরা ওই পরিবারের সদস্যদের আরও জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় ওই পরিবারের এক আত্মীয় জানান, শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসেন। তিনি পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে ছিলেন। এ তথ্য জানার পর শিশুটিকে আইসোলেশনে নেওয়া হয়। পরিবারটি কুষ্টিয়া শহরেই বাস করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন বলেন, ওই পরিবারের পাঁচ সদস্যকে  কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। সেই সঙ্গে বাড়িটি লকডাউন করা হয়েছে।

এদিকে, কুষ্টিয়ায় হোম কোয়ারেন্টিনে আছে ৪২৫ জন।

 
Electronic Paper