ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টযাত্রী কম

বেনাপোল (যশোর) প্রতিনিধি
🕐 ২:০২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০

করোনা আতঙ্কে ভারত সরকারের নিষেধাজ্ঞায় বাংলাদেশ থেকে বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রী ভারত গমন করতে না পারায় দুরপাল্লার পরিবহন বন্ধ। এদিকে যারা ইতিপূর্বে ভারত গিয়েছিল তারা ভারত থেকে বেনাপোল এসে পড়েছে বিপাকে। দুর পাল্লার গাড়ি না থাকায় অনেকে আত্মীয়-স্বজন ও পরিবহন কাউন্টার ভিড় জমাচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, হঠাৎ ভারত সরকার গত বৃহস্পতিবার পাসপোর্টযাত্রীদের যাতায়াতের ব্যাপারে নিষেধাজ্ঞাজারী করে একটি প্রজ্ঞাপন জারী করেন। যার একটি কপি ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দিয়েছে।

গত শনিবার বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে মাত্র ৫১৬ জন যাত্রী গেছে। এদিকে ভারত থেকে এসেছে ২৮২৭ জন। তবে আসা যাত্রীরা সকলে বাংলাদেশী।

বেনাপোল বন্দরের ব্যবসায়ি আজমল হোসেন বলেন, এপথে প্রতিদিন ভারত থেকে তিন থেকে চারশ আমদানি পণ্য বাহি ট্রাক আসে। অপরদিকে বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় দুইশ রফতানি ট্রাক ভারতে পবেশ করে। ভারত যদি ব্যবসা বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন তবে অর্থনৈতিক ভাবে বাংলাদেশীরা ক্ষতিগ্রস্ত হবে।

 
Electronic Paper