ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুষ্টিয়ায় বেড়েছে চালের দাম

দেবাশীষ দত্ত, কুষ্টিয়া
🕐 ২:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

কুষ্টিয়ার চালের দাম হঠাৎ করে বেড়েছে। খুচরা বাজারে সব রকমের চালের ওপর বেড়েছে কেজিতে ৩-৪ টাকা। চালের দাম প্রতি ৫০ কেজির বস্তায় বেড়েছে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর।

কুষ্টিয়ায় বিভিন্ন স্থানে ৩৩টি বৃহৎ এগ্রো অটোরাইস মিলসহ ছোট-বড় প্রায় ৬০০ রাইস মিল গড়ে উঠেছে। পাশাপাশি ধান সিদ্ধ-শুকানোসহ নানা প্রক্রিয়ার জন্য চাতালও রয়েছে দুই সহস্রাধিক।

এখানকার চালকল মালিকদের দাবি, ধানের দাম বেশি হওয়ায় চালের দাম বেড়েছে। তবে অটোরাইচ মিল মালিকরা ক্যামেরার সামনে এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি। হঠাৎ করেই চালের দাম অস্থিতিশীল হয়ে উঠায় ক্রেতারা অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

পৌর বাজার ঘুরে জানা গেছে, মিনিকেট চাল গত ১ সপ্তাহ আগে ছিলো ৪৮ টাকা কেজি। এখন কেজিতে ৩-৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা। কাজল লতা চাল গত ১ সপ্তাহ আগে ছিলো ৩৮ টাকা কেজি এখন কেজিতে ৩-৪ টাকা বেড়ে ৪১-৪২ টাকা। মোটা চাল গত ১ সপ্তাহ আগে ছিলো ২৫ টাকা কেজি এখন কেজিতে ৪ টাকা বেড়ে ২৯ টাকা।

খুচরা বিক্রেতারা জানান, মিলারদের কাছ থেকে বেশি দামে চাল ক্রয় করায় বেশি দামে বিক্রয় করতে হচ্ছে। সব রকম চালের দাম বস্তা প্রতি মিলাররা বাড়িয়েছে ১০০-৩০০ টাকা করে।

এদিকে মিল মালিকদের দাবি, ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম কিছুটা বেড়েছে। তবে অটো রাইচ মিল মালিকরা ক্যামেরার সামনে এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি।

 
Electronic Paper