ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি

কুষ্টিয়া প্রতিনিধি
🕐 ১২:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাকে হত্যার দায়ে জুয়েল সরকার রানা (২৮) নামের এক ছেলের ফাঁসির রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।

সাজাপ্রাপ্ত জুয়েল সরকার রানা উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরকারের ছেলে।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় জুয়েল আদালতের কাঠগড়ায় ছিলেন।

মামমলার নথির বরাত দিয়ে তিনি আরও জানান, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে আংদিয়া গ্রামের আজিজুল সরকারের স্ত্রী বানেরা খাতুন খুন হন। তাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে তার ছেলে জুয়েল সরকার রানা।

এ ঘটনায় আজিজুল তার ছেলে জুয়েল সরকার রানার বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন।

সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত জুয়েলকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন বলেও জানান তিনি।

 

 
Electronic Paper