ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুষ্টিয়ায় সড়ক দখল করে পশুহাট, দুর্ভোগ চরমে

কুষ্টিয়া প্রতিনিধি
🕐 ৩:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ কুমারখালীর আলাউদ্দিন নগর সংলগ্ন সড়কটি দখল করে চলছে চড়াইকোল স্টেশন বাজার পশুহাট। ফলে সড়কের উপর পশুর বর্জ ও আবর্জনা পড়ে থাকছে। এতে করে চলাচলে বিঘœ ঘটছে পথচারীদের। শুধু তাই নয়, এ কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনাও।

জানা যায়, সপ্তাহের প্রতি বুধবার বসে চড়াইকোল স্টেশন বাজার পশুহাট। হাটটি আঞ্চলিক মহাসড়কস্থ হওয়াই পশুবহনকারী যানবাহন গুলো মহাসড়কের দুইপাশ দখল করে যত্রতত্র রাখা হয়। ফলে সড়ক দিয়ে সাধারণ মানুষসহ যানবহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া প্রায়শ ঘটছে দুর্ঘটনা।

বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কস্থ চড়াইকোল স্টেশন বাজার সংলগ্ন পশুহাপটের যানবাহন গুলো সড়কের দুইপাশ দখল করে রাখা হয়েছে যত্রতত্র। ফলে সড়কটি সংকীর্ণ হওয়ায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

মিলন নামের এক গাড়ি চালক বলেন, বুধবার আসলেই চড়াইকোল এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাস্তা সংকীর্ণ হওয়া এক গাড়ির সাথে অন্য গাড়ির ধাক্কা লাগে। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে। হাটের বর্জ, ময়লা,আবর্জনা পরিষ্কার করার কথা থাকলেও তার কোনো পদক্ষেপ নেয় না হাট কর্তপক্ষ।

এ বিষয়ে চড়াইকোল স্টেশন বাজার পশুহাটের ইজারাদার কামাল মুঠোফোনে জানান, সকল হাটেই এমন চিত্র। এটা খুব বেশি সমস্যার বিষয় নয়।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, শুধু হাটের জায়গা ইজারা দেওয়া হয়ে থাকে,রাস্তা নয়। যদি সড়কের উপর অবৈধভাবে যানবাহন রাখে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 
Electronic Paper