ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সেবার সঙ্গে আপ্যায়ন!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
🕐 ২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

মণিরামপুর থানায় পুলিশি সেবায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে। মাত্র কয়েক মাস আগেও এই থানায় সেবা প্রাপ্তি নিয়ে আগতদের মধ্যে নানা ধারণা থাকলেও গত মাস থেকে সেটা কমেছে। এখন থানায় সেবা নিতে আসা লোকজনকে সেবা প্রদানের পাশাপাশি আপ্যায়ন স্বরূপ একটি করে চকলেট দিচ্ছেন দায়িত্বরত ডিউটি অফিসার।

থানায় মামলা ও অভিযোগ বা সাধারণ ডায়েরি করতে আসা সেবা গ্রহীতারা পাচ্ছেন এই চকলেট। এছাড়া থানায় জিডি করতে আসা ব্যক্তিদের কাছ থেকে কোন প্রকার অর্থ গ্রহণ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। যশোরে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের যোগদানের পর থেকে এই সেবা চালু হয়েছে।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলামের নাম ও মোবাইল নম্বর সম্বলিত একটি সাইন বোর্ডও রয়েছে থানা চত্বরে। থানায় আগত কেউ পুলিশের আচরণে ক্ষুব্ধ হলে সরাসরি সেই নম্বরে কল করার জন্য আহবান করা হয়েছে।

মণিরামপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘জিডি বা মামলা কোনটায় টাকা-পয়সা নেওয়া হয় না। মণিরামপুরের মানুষকে সেবা দেওয়ার মানসিকতায় আছি। জনগণকে থানামুখী করতে এসপি স্যারের নির্দেশনায় আগতদের চকলেট দিয়ে আপ্যায়ন করা হচ্ছে।’

 
Electronic Paper