ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খোঁজাখালি নিষ্কাশন পথে স্থাপনা নির্মাণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
🕐 ৬:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ০৮, ২০২০

যশোরের কেশবপুর প্রেস ক্লাবের পাশে খোজাখালি খাল জবর দখল করে গোপাল সাহা নামের এক স্কুল শিক্ষক পাকাঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে আসন্ন বোরো মৌসুমে বিলের পানি নিষ্কাশন বাধাগ্রস্থ হওয়ায় এলাকার কৃষকরা ফুঁসে উঠেছেন।

জানা গেছে, কেশবপুর পৌর এলাকার মধ্যকুল থেকে খোজাখালি নামের একটি খালের উৎপত্তি হয়ে শহরের ভেতর দিয়ে শ্রীগঞ্জ বাজারের পাশে হরিহর নদীতে মিশেছে। এই খাল দিয়ে বিল বলধালী, টেপুর বিল ও হাবাসপোল বিলসহ পূর্বাংশের ১০/১২ গ্রামের বর্ষার অতিরিক্ত পানি নিষ্কাশন হয়ে থাকে। এলাকার জনগণের দাবির মুখে গত অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে পানি উন্নয়ন বোর্ড ৪২ লাখ টাকা ব্যয়ে ওই খাল খনন করলেও বিলগুলোতে এখনও পানি থৈ থৈ করছে। খনন কাজ এখনও শেষ হযনি বলে পাউবো সূত্রে জানা গেছে।

কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। খাল দখল করলে ব্যবস্থা নেওয়া হবে। পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মুন্সী আছাদুল্লা বলেন, এ ব্যাপারে কেউ আমার কাছে অভিযোগ করেনি। কেশবপুর পৌরসভার মেয়র বিষয়টি আমাকে অবহিত করেছিল। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। 

 
Electronic Paper