ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যশোরে আঞ্চলিক ইজতেমার সমাপ্তি

যশোর প্রতিনিধি
🕐 ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ০৭, ২০১৯

যশোরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক জোড় ইজতেমা। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে যশোর উপশহর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের মত এ ইজতেমা শেষ হয়। আখেরি মোনাজাত পড়ান ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাওলানা আব্দুর রহমান। লাখো মানুষ এবারের ইজতেমায় শরিক হন।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মঈনুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুসহ গণ্যমান্যরা আখেরি মোনাজাতে অংশ নেন।

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ জোড় ইজতেমায় যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়িসহ রাজশাহী বিভাগের সব জেলার মানুষ অংশ নেয়।

সফল ও নিরাপদ পরিবেশে যশোরের জোড় ইজতেমা সমাপ্ত হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, কার্যালয়সহ সর্বস্তরের কর্মকর্তা ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছে ইজতেমা আয়োজক কমিটি।

 
Electronic Paper