লাগামহীন নিত্যপণ্যের বাজার
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
🕐 ১২:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে না আসতেই মণিরামপুরে বেড়েছে সবজিসহ সব পণ্যের দাম। শীতকালীন সবজির ভরা মৌসুম শুরু হলেও কমছে না কোনটির দাম। সব সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে।
গত বছরের তুলনায় এবার দ্বিগুণ বা তিনগুণ বেশি দামে সবজি কিনতে হচ্ছে ভোক্তাদের। কেন দাম বাড়ছে তার প্রকৃত কারণ খুঁজে পাচ্ছেন না ভোক্তা-বিক্রেতা কেউই। ফলে উচ্চবিত্তদের তেমন সমস্যা না হলেও বিপাকে পড়েছেন স্বল্প বেতনের চাকরিজীবীসহ খেটে খাওয়া নিন্মবিত্ত মানুষ।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিন মনিরামপুর বাজার ঘুরে চড়া দামে সবজিসহ সব পণ্য বিক্রি হতে দেখা গেছে। বাজারে শীতকালীন সবজির ছড়াছড়ি থাকলেও টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০-৮০ টাকায়। গত বছরের এই সময়ে যার দাম ছিল ৪০-৫০ টাকা। ফুলকপি, যা গত বছর বিক্রি হয়েছিল কেজি প্রতি ২০-২৫ টাকায়, এবার তার কেজি ৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে শিমও।
মনিরামপুর কাঁচা বাজারের খুচরা বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার শীতকালীন সবজির কেজি প্রতি দাম প্রায় ৩০-৪০ টাকা বৃদ্ধি পায়।
ঘূর্ণিঝড় বুলবুলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ফসলের ক্ষতি হওয়ায় দাম বেড়েছে বলে জানান তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
