ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
🕐 ৩:৩০ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৮

কুষ্টিয়ার ভেড়ামারায় নয় বছর আগে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো.মশিয়ার রহমান এ রায় ঘোসণা করে।
দণ্ডিত তরিকুল ইসলাম টিটু ভেড়ামারা উপজেলার নওঁদাপাড়া গ্রামের রিয়াজুল ইসলাম ওরফে রিজুর ছেলে। তিনি জামিনে পলাতক রয়েছেন। মৃত্যুদণ্ডের পাশাপশি বিচারক তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, ১৯৯৮ সালে নওঁদাপাড়া গ্রামের হাবিবুর রহমান হাবিবের মেয়ে মিলি আক্তার কুটির সঙ্গে তরিকুলের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তরিকুল ও তার বাড়ির লোকজন মিলিকে নির্যাতন করে আসছিল। যৌতুকের টাকা না দিতে পারায় কয়েক দফায় মিলিকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
২০০৯ সালের ৬ জুলাই মিলিকে বাবার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তরিকুল। পরে মিলিকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায় সে।
এ ঘটনায় মিলির বড় ভাই জাহাঙ্গীর আলম ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালের জুন মাসে তরিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

 

 
Electronic Paper