ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘প্রধানমন্ত্রীর পরশে স্বর্ণ বৃক্ষ ফলেছে’

যশোর প্রতিনিধি
🕐 ৯:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই হাত দিয়েছেন, সেখানেই ফলেছে স্বর্ণ বৃক্ষ। বয়স্কভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ শিক্ষার্থীদের মাঝে সময়মত বিনামূল্যে বই প্রদান করা হচ্ছে। যা এর আগে কোনো সরকার করতে পারেনি।’

এ সময় তিনি প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে জিলা স্কুল অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগী এবং স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন মন্ত্রী।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক অসিত কুমার সাহা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস প্রমুখ।

কিডনি ও ক্যানসারে আক্রান্ত ১৩৪ জনকে ৬২ লাখ টাকা এবং লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীসহ ১৪৬টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৫ লাখ ৭৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 
Electronic Paper