ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খাস জমি রক্ষায় বৃক্ষরোপণ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
🕐 ৫:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯

যশোরের মণিরামপুরের সমসকাঠিতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে খাস জমি রক্ষায় গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান। গতকাল স্থানীয়দের সরবরাহ করা নারকেল, আম ও মেহগনী চারা রোপণ করে তিনি এই কাজের সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মান্নান প্রমুখ।

সার্ভেয়ার আব্দুল মান্নান জানান, সমসকাঠি মোড়ে ৩০ শতক খাস জমি রয়েছে। পূর্বে থেকে সেখানে কয়েকটি টোং দোকানঘর ছিল। কয়েকদিন আগে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সেখানে দুটি দোকান স্থাপন করেন। এসিল্যান্ড সাইয়েমা হাসান বলেন, খাস জমি রক্ষা ও ভাঙনরোধে প্রাথমিকভাবে আমরা কয়েকটি গাছ লাগিয়েছি। এলাকাবাসী চাইলে সেখানে আরও গাছ লাগিয়ে ফল খেতে পারবেন। স্থায়ী ভাঙনরোধে সীমানা প্রাচীর নির্মাণ করতে আর্থিক বরাদ্দ চেয়ে প্রস্তাবনা পাঠানো হবে।

 
Electronic Paper