ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঝিনাইদহে বাড়ছে ডেঙ্গু

ঝিনাইদহ প্রতিনিধি
🕐 ১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯

ঝিনাইদহে ডেঙ্গু রোগী কিছুদিন আগে কমতে শুরু করলেও এ সপ্তাহে আবার বাড়তে শুরু করেছে। জেলার বিভিন্ন উপজেলাতে ডেঙ্গু আক্রান্ত নারী-পুরুষ ৪০৯ জন শনাক্ত করা হয়েছে।

তারমধ্যে বর্তমানে ৪৬ জন ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। গেল ২৪ ঘন্টায় আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। বাকিদেরকে সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, এ জেলায় ডেঙ্গু রোগের সংখ্যা কমতে শুরু করলেও এ সপ্তাহে আবার বাড়তে শুরু করেছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, চিকিৎসা নিলে এ রোগ নিরাময় হওয়া সম্ভব।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আয়ুব আলী জানান, ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৪৬ জন আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা চলছে। হাসপাতালে পর্যাপ্ত কীট রয়েছে। সচেতনতা বৃদ্ধি করলে আস্তে আস্তে কমতে শুরু করবে বলে তিনি জানান।

 
Electronic Paper