ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যশোরে কমছে ডেঙ্গু

যশোর প্রতিনিধি
🕐 ৬:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৭, ২০১৯

যশোরে বিছুটা কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ জন। এ সময়ের সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৪ জন। তবে এখনও চিকিৎসাধীন রযেছে ৭৩ জন। গত এক মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩৪ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৪৮৯ জন।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৯ জন। ৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫৭ জন। সে সময় চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান ৬৩ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২০২ জন।

এছাড়া ২২ আগস্ট যশোরে ৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। সে সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৭৭ জন। ২৫ আগস্ট ৬০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। সে সময় চিকিৎসাধীন ছিলেন ২২০ জন।

৩১ আগস্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৯ জন। ২৮ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫২ জন। সে সময় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২৩৭ জন।

অন্যদিকে, যশোরের মনিরামপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়ে ডেঙ্গু। উপজেলার প্রায় প্রতিটি এলাকায় আক্রান্ত হন মানুষ। এর মধ্যে রোহিতা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে (রাজবাড়ীয়া-এড়েন্দা) ডেঙ্গুর প্রকোপ ছিল সর্বাধিক।

এ ওয়ার্ডে গত এক মাসে নারী-শিশুসহ অন্তত ৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় প্রতি বাড়িতে ভুগেছেন দুই-একজন। ওয়ার্ডের এড়েন্দা বিলপাড়ায় ৫২ জন, দক্ষিণ পাড়ায় ১৪ জন ও রাজবাড়ীয়া গ্রামে অন্তত ২০-২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যদিও সরকারিভাবে পাওয়া তথ্য মতে এড়েন্দা গ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৫২ জন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু জানিয়েছেন, আগের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। হানপাতালে চিকিৎসা ব্যবস্থাপনা ভালোভাবে চলছে। কোনো ধরনের সংকট নেই।

 
Electronic Paper