ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ একাধিক মামলার আসামি নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
🕐 ১০:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদকসহ একাধিক মামলার আসামি রোকন নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে বৃহস্পতিবার গভীর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রোকন দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলায় টহল পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় মাদকের একটি বড় চালান বেচাকেনা চলছে। এ সময় সেখানে অভিযান চালাতে গেলে পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রোকনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা থানা পুলিশের ওসি সুকুমার বিশ্বাস বলেন, নিহত রোকন দর্শনা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য, হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ ১২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করেছে।

 
Electronic Paper