ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খুলনার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

ঝিনাইদহ প্রতিনিধি
🕐 ১০:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৯

৮ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসে ট্রেন ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় আট ঘণ্টা পর ট্রেনের বগি উদ্ধার ও লাইন মেরামতের পর খুলনার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ (১৯ আগস্ট) ভোর রাত ৩টা ৩৫ মিনিটে ট্রেনটি উদ্ধারের পর ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাওছার মাহমুদ ভোরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে কোটচাঁদপুর স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি দিয়ে চলা শুরু করলে স্টেশন এলাকার মধ্যে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বগি লাইনচ্যুত হওয়ার ফলে সাবদালপুর এলাকায় রূপসা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস এবং গোয়ালন্দ এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

 
Electronic Paper