ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টিফিনের টাকায় প্রতিবন্ধীদের পোশাক

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
🕐 ৯:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একমাত্র প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে স্মাইল ফর অল এসএফএ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ও ডোনেট স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দুই শতাধিক প্রতিবন্ধী শিশু ও কিশোরের মাঝে ঈদের বস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী প্রদান, মেহেদী উৎসব, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করা হয়। ঈদের আগের দিন নতুন জামা ও হাতে মেহেদী পেয়ে শিশুদের মাঝে খুশির আমেজ পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে শিশুদের সঙ্গে সরাসরি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন ডোনেট পরিবারের চেয়ারম্যান রাসেল রানা, পরিচালক মোহাম্মদ শেফাতুল ইসলাম, নির্বাহী সদস্য তুষার রতন, সদস্য বাবু।

স্মাইল ফর অল এসএফএ পরিবারের পক্ষ থেকে একঝাঁক তরুণের মাঝে উপস্থিত ছিলেন, পরিচালক আকাশ বিশ্বাস, ড্রিমার হাসিবুল হাসান সোহান ও আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আল বুখারি অনিক, কোষাধ্যক্ষ রিমেল, যুগ্ম কোষাধ্যক্ষ জুবায়ের। এসএফএ আবৃত্তি ও বিতর্ক সংঘের সভাপতি ঈশিয়া জান্নাত।

 
Electronic Paper